শার্শায় রাইস প্রসেসিং মিলে অভিযান, দশ হাজার টাকা জরিমানা

যশোরের শার্শার শ্যামলাগাছির মামা-ভাগনে রাইস প্রসেসিং মিলে অভিযানে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ নভেম্বর) যশোরের শার্শায় পণ্যে পাটজাত দ্রব্য ব্যবহারের উপর ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারি শার্শা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, অভিযান কালে মামা ভাগিনে রাইস প্রসেসিং মিল পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে রেক্সিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। সরকার পাট উৎপাদনে উৎসাহিত করার জন্য প্লাস্টিক ও রেক্সিনের হাত থেকে পরিবেশ রক্ষার জন্য ১৭টি পণ্যে পাটজাত দব্যের ব্যবহার বাধ্যতামূলক করেছে।

অভিযানেকালে ২টি রাইস মিলে পরিদর্শন করা হয় এবং তন্মধ্যে মামা ভাগনে রাইস প্রসেসিং মিলে রেক্সিন ও প্লাস্টিকের বস্তা ব্যবহারের কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী ১০০০০/-(দশ হাজার), টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক করে নেওয়ার নির্দেশ প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।