অভয়নগরে খুলনা টাইমস পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিক পালন

যশোরের অভয়নগরে খুলনা থেকে প্রকাশিত ‘দৈনিক খুলনা টাইমস’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় নওয়াপাড়া এলবি টাওয়ারের দ্বিতীয় তলায় যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন অভয়নগর শাখার অফিসে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মো.ফারুক হোসেন, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি মাসুদ আলম, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি চৈতন্য কুমার পাল, দৈনিক জন্মভুমির প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক জনতার প্রতিনিধি মো.কামরুল ইসলাম, দৈনিক আজকের তথ্য’র প্রতিনিধি রিপানুর ইসলাম, দৈনিক ডেসটেনির প্রতিনিধি শেখ জাভেদ আলী, দৈনিক আমার একুশ’র প্রতিনিধি রকিবুল ইসলাম রুবেল, দৈনিক সমাজের কাগজের প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক যশোরের প্রতিনিধি জাহিদ হোসেন লিটন, দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি কাজী ইস্তিয়াক আহমেদ রনি, দৈনিক ঢাকার প্রতিদিন আমান উল্লাহ্, দৈনিক ডেসটেনির পৌর প্রতিনিধি জসিম উদ্দিন, দৈনিক বেনাপোলের প্রতিনিধি মিঠুন কুমার দত্ত, দৈনিক খুলনা টাইমসের অভয়নগর প্রতিনিধি শেখ জাকারিয়া রহমান, পৌর প্রতিনিধি বিএম ফরহাদ হোসেন। এসময় অভয়নগরের বিভিন্ন মহলের শুভেচ্ছা বিনিময় করেন।