বিশাল জয়ে শুরু শান্ত-সৌম্যদের সোনা জয়ের মিশন

এসএ গেমসে জয়ে সোনা জয়ের মিশন শুরু করল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে তারা।

বুধবার কীর্তিপুরে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে দাপট দেখান দলের টপঅর্ডার ব্যাটসম্যানরা। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ করেন ২৮ বলে ৩৮ রান। অপর ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪৬ রান।

ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও দ্রুতগতিতে ৩৮ বলে তুলেন ৪৯ রান। ৩ ছক্কার বিপরীতে ১ চারে নান্দনিক ইনিংসটি সাজান তিনি। এতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের বড় সঞ্চয় গড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।

জবাব দিতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালদ্বীপ। দ্বীপ দেশটির দুই ওপেনার আহমেদ হাসান ও আলী ইভান ছাড়া বাকি কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। শেষ পর্যন্ত ৬৫ রানে গুটিয়ে যায় তারা।

তানভীর ইসলামের স্পিনেই মূলত গুঁড়িয়ে যায় মালদ্বীপ। ৪ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগানো আফিফ হোসেন এবং মিনহাজুল আবেদিন আফ্রিদি নেন ২টি করে উইকেট।

ক্রিকেটীয় শক্তিমত্তায় মালদ্বীপের চেয়ে যোজন এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। স্কোর বোর্ডেও সেই প্রমাণ রইল। টাইগার যুবাদের সামনে বিন্দুমাত্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি মালদিভিয়ান তরুণরা।