টাকা নয় পেঁয়াজ দিয়ে যাত্রীর ভাড়া মেটানোর ভিডিও ভাইরাল!

কমছে না পেঁয়াজের দাম। রান্নার প্রয়োজনীয় এ উপকরণটি কিনতে না পেরে পেঁয়াজ নিয়ে প্রায়ই এখন ট্রলে মাতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।

অনেকে প্রতিবাদস্বরূপ বিয়ের অনুষ্ঠানে বর-কনেকেও উপহার দিচ্ছেন পেঁয়াজ। স্বর্ণালঙ্কারের সঙ্গে তুলনা করে নারীরা বানাচ্ছেন টিকটক।

এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পেঁয়াজ নিয়ে আরো একটি মজার ভিডিও।

ভিডিওটিতে দেখা গেছে, অটো থেকে নেমে যাত্রী ভাড়া বাবদ টাকা-পয়সা নয়, অটোচালককে দিচ্ছেন একটি বড় আকারের পেঁয়াজ। এই পেঁয়াজের মূল্য অনেক বেশি, সেটি বোঝাতে ওই অটোচালক তার সঙ্গে থাকা ছোট দুটি পেঁয়াজ আবার যাত্রীকে ফেরত দিচ্ছেন। এ যেন হাজার টাকার নোট দেয়ার পর খুচরো টাকা ফেরত দিলেন চালক।

ভিডিওটি এরই মধ্যে ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেয়ার হচ্ছেও অগণিত।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি মূলত ভারতে বানানো হয়েছে। নিত্যপ্রয়োজনীয় এ মসলার মূল্যের এমন ঊর্ধ্বগতিতে প্রতিবাদ স্বরূপ ভিডিওটি বানিয়েছেন তারা।

ভিডিও…