বিতর্কিত মন্তব্য করে গ্রেপ্তার অভিনেত্রী পায়েল

‘ভারতে বাক স্বাধীনতা নেই’ বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী পায়েল রোহতগি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক মাস আগে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করেন। ভিডিওতে জহরলাল নেহরু, মতিলাল নেহরু ও তার পুত্রবধু কমলা নেহরু এবং ফিরোজ গান্ধী ও ইন্দিরা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

বিতর্কিত এসব মন্তব্যের জেরে রোববার রাজস্থান পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মতিলাল নেহরুর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েন পায়েল। এরপর তিনি বলেন, ‘মতিলাল নেহরুকে নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। তাতে ব্যবহৃত তথ্য গুগল থেকে নেওয়া। বাক-স্বাধীনতা এখানে রসিকতায় পরিণত হয়েছে।’

এসব মন্তব্য করার জন্য ক্ষমাও চেয়েছিলেন পায়েল।

কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল আগেই। সে মামলাতেই গ্রেপ্তার হলেন অভিনেত্রী পায়েল। সূত্র: টাইমস অব ইন্ডিয়া