পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা জবাবে ভারতের বেশ কিছু সেনা হতাহতের দাবি

নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে পাকিস্তানি সেনাবাহিনী কড়া জবাব দিয়েছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অনেক হতাহত ও বেশ কিছু পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তবে এ খবরের বিষয়ে ভারতের পক্ষ থেকে কিছু জানা যায় নি।

এ খবর দিয়ে অনলাইন ডন বলছে, পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের প্রধান শনিবার গভীর রাতে এ নিয়ে একটি টুইট করেছেন। তাতে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনী সিএফভির অবিরাম অভিযান অব্যাহত রাখে। এর সমুচিত জবাব দেয়া হয়েছে। দেবা সেক্টরে সিএফভির জবাবে চালানো অভিযানে ভারতীয় পোস্টের বড় ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিপুল সংখ্যক ভারতীয় সেনা হতাহত হয়েছেন।

ওই টুইটে আরো জানানো হয়েছে, কিরণ অথবা নীলাম উপত্যাকায় কোনো বড় ধরনের গুলি বিনিময় হয় নি বলে ভারতীয় মিডিয়ায় বলা হয়েছে।