ঝিনাইদহে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রেডক্রিসেন্ট এর পক্ষ থেকে গরীব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও রেডক্রিসেন্টের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা রেডক্রিসেন্টের সাধারন সম্পাদক জেএম রশিদুল আলম রশিদ, নির্বাহী সদস্য জিয়াউল হক আজাদ, জীবন কুমার বিশ্বাস, শফিকুল ইসলাম শিমুল, জুনিয়র সহকারী পরিচালক তাসলিমা খাতুন সহ রেডক্রিসেন্টের যুব সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শীতার্থীদের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।