মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের পুরনো তালিকা স্থগিত করে নতুন তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি যাচাই বাছাই শেষে ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড দেয়া হবে। যাতে জালিয়াতি বন্ধ হয়।
শনিবার দুপুরে যশোর সদর উপজেলার খাজুরায় শহীদ মিত্র ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কমপ্লেক্স উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এ তথ্য জানান।
ইছালি ইউনিয়নের চেয়ারম্যান ও এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবশে মন্ত্রী আরো বলেন, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথার পাশাপাশি পাক বাহিনী ও তার দোসরদের অত্যাচারের ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে। নইলে নতুন প্রজন্ম সব ভুলে যাবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রাজেক আহমেদ প্রমুখ।
এর আগে মন্ত্রী এমএন মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের দেয়া ৫ শতক জমির উপর নির্মিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ কমপ্লেক্স উদ্বোধন করেন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, এমপি ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।