মেসেঞ্জারে নববর্ষের ‘শুভেচ্ছা’ মেসেজ থেকে সাবধান!

নতুন ইংরেজি বছর দরজায় কড়া নাড়ছে। আর এরইমধ্যে একটি লিঙ্কের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জারে শুরু হয়ে গেছে শুভেচ্ছো পাঠানো। যার মধ্য দিয়ে মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিচ্ছে একটি চক্র। বিশেষ এই লিঙ্কটিকে ‘স্প্যাম’ দাবি করে লিঙ্কটি ওপেন করা থেকে সাবধান হতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এ প্রসঙ্গে বাংলাদেশ সিভিলিয়ান গ্রুপের আদিল হাসান গণমাধ্যমকে বলেন, একটি চক্র মেসেজ দিয়ে নিজেদের আয়ত্তে নিচ্ছে ফেসবুকের মেসেঞ্জার। লিংক পাঠিয়ে তারা এই কাজটি করছে। অধিকাংশ মেসেঞ্জার আইডি কন্ট্রোলে নিয়ে এরকম মেসেজ পাঠানো হচ্ছে। এ ধরনের লিংকে কেউ ক্লিক করবেন না। সন্দেহজনক লিংকে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের অনুরোধ জানান তিনি।