মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ৭৮ বাংলাদেশিসহ ৪৭৪ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। খবর  দ্য স্টার।

দেশ ছাড়ার নির্দেশনার পরও অবৈধভাবে সেখানে অবস্থান করায় বছরের প্রথম দুইদিনে তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ান সংবাদ মাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদ বলেন, পহেলা জানুয়ারি থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোট ১২৪টি অভিযান চালায়। এক হাজার ৮৭১ বিদেশিকে শনাক্ত করে কাগজপত্র যাচাই করা হয়।

তিনি জানান, অভিযানে সর্বোচ্চ ২২০ জন আটক হয়েছেন ইন্দোনেশিয়ার নাগরিক। এরপর আটক হয়েছেন চীনের ৮৯ জন, বাংলাদেশের ৭৮ জন, মিয়ানমারের ৪২ জন এবং ফিলিপাইনের ২২ জন।

যারা সেখানে অবৈধভাবে চাকরি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান দাউদ।

গত বছর পহেলা আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিসহ বিদেশি অবৈধ কর্মীদের নিজ দেশে ফেরত যেতে সুযোগ দেয় মালয়েশিয়া সরকার। যারা এ সুযোগ গ্রহণ করতে পারেননি তাদের আটকের জন্য অভিযান চলছে।