পাল্টা হামলার আতঙ্কে যুক্তরাষ্ট্র

ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে পাল্টা হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় শহরে সতর্কতা জারি করা হয়েছে।

বিশেষ করে দেশটির দুই বড় শহর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের নিরাপত্তা বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। এসব শহরের বাসিন্দাদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় টু্ইট করে আমেরিকার বিরুদ্ধে ‘কঠোর প্রতিশোধের’ হুমকি দেয়ার পর সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান সব শহরের কর্তৃপক্ষ।

নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলসের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা আশঙ্কা করছে, তাদের শহর যেকোনো ধরনের হামলার ঝুঁকিতে রয়েছে। নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও বলেছেন, শহরে হামলা হতে পারে এরকম কোনো বিশ্বস্ত ও নির্দিষ্ট তথ্য তাদের কাছে না থাকলেও শঙ্কা বিবেচনায় পুলিশকে স্পর্শকাতর জায়গাগুলোতে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

নিউইয়র্কের মেয়র আরো বলেছেন, ইরান প্রতিক্রিয়া জানাতে শুরু করলে প্রথম ধাপেই যে নিউইয়র্কে হামলা চালাবে এমনটা মনে করছেন না তিনি। তবে ইরানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রক্সি গ্রুপও হামলা চালাতে পারে যেকোনো সময়। তাই তিনি তার শহরের নিরাপত্তার কথা ভেবে সতর্কতামূলক এসব পদক্ষেপ নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শাদ ওলফ বলেছেন, আইনশৃঙ্খলাবাহিনী ও অন্যদের সঙ্গে মিলে দেশজুড়ে কাজ করছে তার দফতর। এখন পর্যন্ত কোনো হুমকি শনাক্ত না হলেও যেকোনো কিছুর জবাব দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছে, দেশটি ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর স্লিপার সেল থেকে থাকতে পারে। যারা প্রতিশোধ নেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক একজন কর্মকর্তা স্যাম ফ্যাডিস সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে হিজবুল্লাহর স্লিপার সেল লুকিয়ে রয়েছে এবং তারা বিভিন্ন টার্গেটে হামলা চালাতে পারে।

সূত্র : এবিসি নিউজ