অস্ট্রেলিয়ার দাবানলে বিধ্বস্ত কোয়ালারা (ভিডিও)

অস্ট্রেলিয়ার দাবানল আর তার আগুনে বিপন্ন বন্যপ্রাণীদের ছবি রোজ উঠে আসছে সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়ায়। কী অবস্থায় রয়েছে সেখানার কোয়ালা থেকে ক্যাঙারুরা, তারই ছবি ধরা পড়ছে ক্যামেরায়।

সরকারি সংস্থাগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজে নেমেছেন স্থানীয়রাও। সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। দেখুন কী অবস্থায় রয়েছে সেখানকার কোয়ালারা।

সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি গাড়ির মধ্যে অনেকগুলো কোয়ালা। বোঝাই যাচ্ছে আগুনের তাপের সঙ্গে লড়াই করে তারা রীতিমতো ঝিমিয়ে পড়েছে। প্রাণচঞ্চল এই প্রাণীগুলো কেমন যেন নিশ্চুপ, শান্তভাবে গাড়ির সিটে বসে রয়েছে। কেউ তো আবার নড়াচড়াও করছে না।

এবিসি নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়ার ক্যাঙারু আইল্যান্ডে এইগুলোকে উদ্ধার করেছে একটি স্থানীয় পরিবার। কিন্তু উদ্ধার হওয়া কোয়ালাগুলির মধ্যে একটি মারাও গেছে। বাকি কোয়ালাগুলোকে দেখভালের দায়িত্ব নিয়েছে ওই পরিবারই।

ভিডিও…