জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের ৭১তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে শনিবার বিকেলে যশোর শহরের বড় বাজার হাটচান্নি মার্কেটের দ্বিতীয়তলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ও কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং কম্বল বিতরণ করেন জাগপার প্রেসিডিয়াম সদস্য, যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলার প্রধান সমন্বয়কারী (খুলনা বিভাগ) নিজামদ্দিন অমিত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগপা যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরুপ, যশোর জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডাঃ রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রুদ্র, সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, জাগপা নেতা মুকুল শেখ, রফিকুল ইসলাম রফিক, মুজিবর রহমান, মজুর গাজী, মথুর রহমান, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, সুরুজ খান, আমিনুর রহমান, বাবু বিশ্বাস, সৌরভ বিশ্বাস, রঘুনাথ বিশ্বাস, ইমামুল প্রমুখ।
মরহুম শফিউল আলম প্রধানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। আলোচনা শেষে দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।