হ্যাকার থেকে বাঁচাতে নতুন ফিচার আনল ফেসবুক

ফেসবুক নোটিফিকেশনস নামে নতুন একটি ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক।

এখন থেকে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ভিন্ন কোনো ওয়েবসাইট বা অ্যাপে লগইন করা হলে তা সঙ্গে সঙ্গে ব্যবহারকারীকে জানানো হবে।

ফলে ব্যবহারকারী তার অ্যাকাউন্ট কোথাও অবৈধভাবে ব্যবহৃত হচ্ছে কিনা বা হ্যাক হয়েছে কিনা তা বুঝতে পারবেন।

এ ছাড়া অ্যাপে লগইনের সময় কী কী তথ্য সরবরাহ করছেন তাও জেনে নিতে পারবেন।

চলতি সপ্তাহেই ফিচারটি ফেসবুক লগইন অংশে যুক্ত হয়েছে।

এখন থেকে ফেসবুক লগইন ফিচার দিয়ে কোনো থার্ড পার্টি অ্যাপে বা সাইটে ঢোকা হলে তা ফেসবুক অ্যাপ, ওয়েবসাইট ও ইমেইলে নোটিফিকেশন আকারে চলে আসবে।

এ বিষয়ে ফেসবুকের সফটওয়্যার প্রকৌশলী পুক্সুয়ান শি বলেছেন, আমরা নোটিফিকেশনকে এমনভাবে নকশা করেছি, যাতে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটে ফেসবুক অ্যাকাউন্ট থেকে কী কী তথ্য নিচ্ছে, এর তালিকা থাকবে। যে কারণে এসব অ্যাপ নিয়ন্ত্রক ব্যবহারকারীর সব তথ্য সংগ্রহ করতে পারবে না। এ ছাড়া তথ্য দেয়ার পর সেটিংসে গিয়ে সম্পাদনা করার সুযোগও থাকবে।