নির্ধারিত সময়ে যশোর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচন দাবি

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির যশোর জেলা শাখার গঠনতন্ত্রের নিয়ম মেনে নির্ধারিত সময়ে নির্বাচনের দাবি করেছেন সাধারণ ব্যবসায়ীরা।

প্রেসক্লাব যশোরে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে এ দাবি করেন সরদার মেডিকেল হলের স্বত্বাধিকারী আবুল কাশেম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ঈদুল, সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম, সদস্য নব কুমার সাহা, আবু সাঈদ, মতিয়ার রহমান প্রমুখ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুই বছর পর পর নির্বাচন হওয়ার কথা উল্লেখ করেছে বলে দাবি বলেন, ২০১৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর নির্ধারিত সময়ে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করার সময় পার হয়েছে। কিন্তু নির্বাচনের কোন আনুষ্ঠানিকতা শুরু হয়নি। বর্তমান সভাপতি এসএম জামার উদ্দিন দিলু গঠনতন্দ্রের ধারা লঙঘন করে চলেছেন। ১৯৯৭ সালের নির্বাচনে সভাপতি হয়ে এসময় মাত্র চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সাধারণ সম্পাদক এসএম সিরাজুর ইসলাম কেন্দ্রীয় কমিটিতে লিখিত ভাবে অবগত করা হয়েছে।

এছাড়া সমিতির বার্ষিক সাধারণ সভা, আয়ব্যয় হিসাব না দেয়াসহ সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।