আগামী মাসে ২৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, আগামী মাসে আরও ২৬ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে চরাঞ্চলের যেখানে শিক্ষক থাকতে চায় না ওইসব এলাকায় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি যেসব হাওর ও চরাঞ্চলে প্রাথমিক বিদ্যালয় নেই সেখানে নতুন করে স্কুল করা হবে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম পিটিআইতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের উদ্বোধন, নবীনবরণ, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদানের প্রাক্কালে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যে ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। এরপর মুজিববর্ষে পর্যায়ক্রমে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিল চালুর কার্যক্রম চলছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ, জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।