‘কোড অব কন্ডাক্ট না মানলে দেশ থেকে চলে যান’ : কূটনীতিকদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী

abdul momen
ফাইল ছবি

তাদের (কূটনীতিকরা) নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের ডমেস্টিক ইস্যুতে নাক গলাচ্ছে। এটা উচিত নয়। আশা করব কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন। এমন মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি আরো বলেন, তবে যারা কোড অব কান্ডাক্ট মানবেন না তাদের বলবো দেশ থেকে চলে যান।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’ এর সমাপনী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কূটনীতিকরা বৃটিশ হাইকমিশনে মিলিত হয়েছেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন তিনি।
নির্বাচন নিয়ে মন্ত্রী বলেন, সিটি নির্বাচন নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে।