করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় ভারতও। চীন থেকে সংক্রমিত ভাইরাস থাবা বসিয়েছে খেলার জগতেও। সামনেই টোকিও অলিম্পিক। ভারোত্তোলন, ব্যাডমিন্টন, জিমনেসটিকসের মতো খেলায় আবার চীনাদের আধিপত্য।
অলিম্পিকের প্রস্তুতি সারতে তাই চীনের বিরুদ্ধে স্টেজ রিহার্সেল সারার পরিকল্পনা ছিল অনেকাংশে। কিন্তু সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে আপাতত ধাক্কা খেয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) সেই মাস্টারপ্ল্যান।
অলিম্পিকের আগে তাই চীনা প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামা নিয়ে অস্বস্তিতে আইওএ। জাতীয় ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের অনুষ্ঠানে বুধবার কলকাতা আসেন অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দার বাত্রা। তিনি বলেন, এ সম্পর্কে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে চলবে আইওএ। তবে এ নিয়ে এখনও কোনো নির্দেশনামা জারি করেনি তারা।
অলিম্পিকের আগে হাতে এখনও ৬ মাস সময় আছে। এর আগেই করোনাভাইরাস সংক্রান্ত সমস্যার সমাধানসূত্র মিলবে বলে দাবি করেছেন বাত্রা। টোকিও অলিম্পিকে কতগুলো পদক পেতে পারে ভারত? জবাবে তিনি বলেন, পদক সংখ্যা দুই অঙ্কের ঘরে যাবে। ১০-১১টা পদক আশা করাই যায়। তবে আমাদের আসল লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিক।
টোকিও অলিম্পিকে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। তার লড়াকু মনোভাব ও পরিচ্ছন্ন ভাবমূর্তি অলিম্পিয়ানদের অনুপ্রেরণা জোগাবে বলে আশা বাত্রার। তবে শুধু দাদা নন, অলিম্পিকের আগে আরও কয়েকজন সেলিব্রেটিকে ইন্ডিয়া অলিম্পিক দলের সঙ্গে যোগ করার ভাবনা রয়েছে আইওএ’র। তালিকায় নাম রয়েছে অভিনেতা অক্ষয় কুমারের।
অলিম্পিক চলাকালীন ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের টোকিও উড়িয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। ২০২২ সালের জাতীয় গেমস বাংলায় করার বিষয়েও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন (ওএবি) সচিব বাবুন বন্দ্যোপাধ্যায়কে প্রতিশ্রুতি দেন আইওএ প্রেসিডেন্ট। তথ্যসূত্র: নিউজ ১৮।