হালদা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত ড্রেজার ও পাইপ ধ্বংস

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের ইন্দিরা ঘাট এরাকার হালদা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার জব্দ ও প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারী) ১.৩০ ঘটিকার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

ইউএনও রুহুল আমিন বলেন, স্থানীয় একটি চক্র দীর্ঘদিন ধরে উপজেলার লাঙ্গলমোড়া ইউনিয়নের ইন্দিরা ঘাট হালদা তীরবর্তী এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। আজ উক্ত স্থানে অভিযান চালিয়ে ড্রেজার জব্দ করা হয় এসময় প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হাটহাজারী থানার মডেল থানার এ এস আই ইবরাহিম উপস্থিত ছিলেন।