বিদ্যুৎ বিল কমাতে ‘পাওয়ার সেভার ডিভাইস’

আমাদের বিদ্যুতের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। আবার লোড শেডিং আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। মূলত সাশ্রয়ী মনোভাব গড়ে তুলতে পারলে অনেক সমস্যা থেকেই উত্তরণ সম্ভব। আর বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য ‘কৃষ মিডিয়া লিমিটেড’ বাজারে নিয়ে এলো ‘পাওয়ার সেভার ডিভাইস’।

এই ডিভাইস ব্যাবহারে ৩০% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে জানানো হয়েছে কৃষ মিডিয়া লিমিটেড এর পক্ষ থেকে।

পাওয়ার সেভার ব্যবহার এর বৈশিষ্ট্যঃ

বাসা-বাড়ী, অফিস-আদালত, মিল কল-কারখানা, সেঁচের পানির পাম্প ইত্যাদিতে বিদ্যুৎ সাশ্রয়ী এই ডিভাইস ব্যবহারে বেশ কিছু সুবিধা রয়েছে। যেমনঃ

১) বৈদ্যুতিক ভোল্টেজ স্ট্যাবল রেখে সরঞ্জাম স্থির রাখে।

২) বিদ্যুৎ চমক/বজ্রপাত এর ক্ষতির প্রতিরোধক হিসাবে কাজ করে।

৩) পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন করে বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে ।

৪) বৈদ্যুতিক অগ্নি ঝুঁকি হ্রাস করে ।

৫) পরিবেশ বান্ধব।

৬) সহজ সংযোগ এবং সাধারনত নতুন ওয়ারিং অপ্রয়োজন।

৭) ৩০% পর্যন্ত বিদ্যুত বিল সাশ্রয়।

পাওয়ার সেভার ডিভাইস অনলাইনে পাওয়া যাচ্ছে Electric Item Bd ফেসবুক পেজে। এছাড়া সরাসরি ০১৬৭২৮১৭৮৬২ ও ০১৯৯১১৬৬১১৫ নাম্বারে ফোন করেও অর্ডার করা যাবে।