মন্দিরে মিলল কলসি বোঝাই স্বর্ণমুদ্রা

প্রাচীন আমলে স্বর্ণ ও রৌপ্য মুদ্রার প্রচলন থাকলেও কালের বিবর্তনে তা এখন ইতিহাসের পাতায় এবং জাদুঘরে ঠাই পেয়েছে। বহু যুগ পূর্বে ব্যবহৃত এসব মুদ্রা এতটাই দুষ্প্রাপ্য যে, এখন এটাকে গুপ্তধন হিসেবে মূল্যায়ন করা হয়। এবার সেই অমূল্য গুপ্তধনের খোঁজ মিলল ভারতের তামিলনাডুতে।

তামিলনাডুর জাম্বুকেশ্বর অকিলান্দেশ্বর মন্দিরে তামার কলসিতে মুখ বন্ধ অবস্থায় পাওয়া গেল প্রাচীন আমলের ৫০৫টি স্বর্ণমুদ্রা। এরই মধ্যে জেলা প্রশাসনের কাছে এই স্বর্ণমুদ্রা জমা করেছে মন্দির কর্তৃপক্ষ।

এই সময়ের এক প্রতিবেদনে বলা হয়, মন্দিরের পেছনের একটি কলাবাগানের কয়েকটি গাছ অন্যত্র সরিয়ে একটি সুন্দর বাগান নির্মাণের পরিকল্পনা ছিল মন্দির কর্তৃপক্ষের। সেই লক্ষ্যে কয়েকদিন ধরেই চলছিল মাটি খোঁড়াখুঁড়ি। হঠাৎ হাতের শাবলের গায়ে শক্ত কিছুর ধাক্কা লাগে বলে বলে জানান এক কর্মী। তারপর আরেকটু খোঁড়াখুঁড়ি করতেই বেরিয়ে আসে একটি তামার কলসি। সেই কলসিতে মুখ বন্ধ অবস্থায় পাওয়া যায় মোট ৫০৫টি স্বর্ণমুদ্রা।

কলসির ৫০৫টি মুদ্রা মধ্যে একটি মুদ্রা বেশ বড় আকৃতির। কয়েকটি মুদ্রার মধ্যে অ্যারাবিক ভাষায় কিছু লেখা। অন্য মুদ্রাগুলির গায়ে সনাতন ধর্মের দেবদেবীর ছবি খোদাই করা। এসব মুদ্রার আনুমানিক মূল্য ৮৩ লাখ রুপি হবে বলে জানান বিশেষজ্ঞরা।