বিশ্বব্যাপী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। চীনের উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি হলেও বর্তমানে বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
এরই মধ্যে এই ভাইরাসে প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে কমপক্ষে ১ লাখ।
এদিকে, এই ভাইরাস ছোঁয়াছে হওয়ায় এয়ারলাইন্স পরিবহন ব্যবসায় ধস নেমেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এয়ারলাইন্স পরিবহনে যাত্রীর সংখ্যা এতটাই কমে গেছে যে অর্ধেক ভাড়ায় যাত্রী পাওয়া যাচ্ছে না।
সম্প্রতি মুম্বাই থেকে সিঙ্গাপুরগামী ২৫৬ আসন বিশিষ্ট একটি ফ্লাইটে যাত্রী পাওয়া গেছে মাত্র ২৫ জন।
একইভাবে লন্ডন থেকে মুম্বাইগামী আরেকটি ফ্লাইটে এসেছে মাত্র ৬০ জন যাত্রী।
৯/১১ পর গত দুই দশকে উড়োজাহাজ পরিবহন ব্যবসায় এমন চরম ধস আর দেখা যায়নি।