যশোর শহরের প্রাণকেন্দ্র কালেক্টরেট পার্কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নয়ন হোসেন (১৮) নামে এক যুবক জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত নয়ন হোসেন শহরতলী বিরামপুর ফকিরামোড় এলাকার সেলিম হোসেনের ছেলে।
নয়ন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয় টার দিকে তিনি এক বন্ধুর সাথে দেখা করতে কালেক্টরেট পার্কে যান। এ সময় অজ্ঞাত পাঁচ যুবক তাকে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তবে, তার উপর হামলার কারণ পরিষ্কার নন আহত নয়ন।