যশোরের চুড়ামনকাটি ছাতিয়ানতলায় প্রতিপক্ষের হামলায় দু’সহদর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলো, ওই গ্রামের শহিদুল ইসলাম ওরফে বাহাদুরের ছেলে উজ্জ্বল হোসেন (৩৫) ও ইমরান হোসেন (২৬)।
আহত উজ্জ্বল জানান, তাদের সাথে পূর্ব শত্রুতার জেরধরে প্রতিবেশি ইয়াছিন নামে এক যুবকের সাথে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টায় ইয়াছিন, মোনায়েমসহ চার-পাঁচ জন দুর্বৃত্ত তাদের বাড়িতে হামলা করে দু’সহদরকে মারপিট করে জখম করে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।