সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস নামক রোগে আক্রান্ত মানুষের মুক্তি ও বাংলাদেশ সহ সকল রাষ্ট্র থেকে এই মহামারীর হাত থেকে রক্ষায় সনাতন ধর্মবলম্বীরা বিশেষ প্রার্থনার আয়োজন করেন।
শনিবার সকাল ১০টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া সার্বজনীন কালিমন্দিরের প্রোহিত রতন ব্যানার্জী দেশের সকল মানুষের রোগ সংক্রামন সহ বিভিন্ন বিপদ থেকে রক্ষা কামনায় বিশেষ এই প্রার্থনা পাঠ করেন।
এসময় অগণিত ভক্তসাধারণ সহ উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মোহন লাল দাস, অশোক রায়, রূপদিয়া কালি মন্দিরের সভাপতি দিপক সাহা, সাধারণ সম্পাদক অসিম রাহা, সহ-সাধারণ সম্পাদক শম্ভুপদ দে, সাধণ দাস, ষন্তোষ দাস, প্রাভাষ মজুমদার, বলায় সরকার, গোবিন্দ কুমার পালিত, রণি ভৌমিক, ভবেন সরকার, বিশ্বজিৎ সরকার, প্রকাশ সাহা, হাজারি লাল সরকার, গোবিন্দ দে, দিপংকর ভৌমিক, অরুণ শিল সহ অনেকে।