যশোরে অস্ত্র, বোমা ও মাদকদ্রব্যসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা বুনো আসাদ আটক

যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদকে অস্ত্র, গুলি, বোমা, বিদেশী মদ ও ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ১২ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের বেজপাড়া বনানী রোডের মৃত আহম্মদ আলীর ছেলে।

এ ঘটনায় কোতয়ালি থানায় তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। পুলিশ বলেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, মারামারিসহ প্রায় দেড় ডজ্জন মামলা রয়েছে।

ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ১৪ মার্চ রাতে শহরের বেজপাড়া বনানী রোডের বাড়ি থেকে আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বুনো আসাদ পালানোর চেষ্টা চালায়। আসাদের দেখানো মতে পুলিশ তার বাড়ির গরুর খামারের বিচালীর গাদার ভিতর থেকে একটি দেশী তৈরি ওয়ান স্যুটারগান, ১ রাউন্ড গুলি, ৪টি শক্তিশালী হাতবোমা, ১ বোতল বিদেশী মদ ও ১শ পিস ইয়াবা উদ্ধার করে।

পুলিশ বলেছে, বুনো আসাদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে যশোর শহরে পরিচিত। তিনি এক সময় চাকলাদার গ্রুপের ক্যাডার হিসেবে কাজ করতেন। বর্তমানে তিনি এমপি গ্রুপে রয়েছেন।

আসাদকে ডিবি পুলিশ রোববার দুপুরে আদালতে সোপর্দ করেছে। তাকে পর্যায়ক্রমে রিমান্ডে আনা হবে বলে ডিবির ওসি মারুফ জানান।

এদিকে, বুনো আসাদ গ্রেফতার হওয়ার পর ডিবি পুলিশের কাছে নিজেকে যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পরিচয় দিয়েছে। এ ব্যাপারে জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আসাদুজ্জামান মিঠুর কাছে জানতে চাইলে তিনি বলেন, আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তবে তিনি কোন সাংগঠনিক কোন কর্মকান্ডে নাই।