যশোর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার জগহাটি গ্রামের খোকন হোসেনের ছেলে ইমরান হোসেন, বলরামপুর পূর্ব পাড়ার মৃত সালাম বিশ্বাস ওরফে খোকনের ছেলে কাশেম আলী ও একই এলাকার জোহর আলী মোল্যার ছেলে কুতুব উদ্দিন।
সাজিয়ালী ক্যাম্পের পুলিশ জানান, শনিবার রাত পৌনে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি আমতলা মোড় যাত্রী ছাউনীর সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান, শনিবার রাত সোয়া ১১ টায় গোপন সূত্রে খবর পেয়ে বলরামপুর গ্রামের গাজী পাড়া জনৈক হাবিলের পুকুর পাড়ে বাঁশ বাগানের ভিতর থেকে কাশেম আলী ও কুতুব উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার শরীর তল্লাসী করে দেড়শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।