সাংবাদিক আব্দুল কাদের ও কমর আহম্মেদের মাতা মজিরণ নেছা এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি কবি ফখরে আলম অসুস্থ হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের সুস্থতা কামনা করেছেন যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন (জেডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হক তাঁদের সুস্থতা কামনা করেন।
আপর এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান সাংবাদিক কমর আহম্মেদের মা মজিরণ নেছা এবং সিনিয়র সাংবাদিক ফখরে আলমের আশু রোগ মুক্তি কামনা ও সকলের কাছে দোয়া চেয়েছেন।
পৃথক বিবৃতিতে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম তাঁদের সুস্থতা কামনা করেন।
আপর বিবৃতিতে সুস্থতা কামনা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।