বিদেশ থেকে সরকারি-বেসরকারি যে-ই আসুক না কেনো তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতেই হবে। যারা নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। প্রথমত, বিদেশ থেকে যারা আসবে সরকারি বেসরকারি যে কোনো প্রোগ্রাম বা ট্রেনিং থেকে আসুক না কেনো, তাদেরকে অবশ্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় নেই।
ডিসি, সিভিল সার্জন, এসপি, চেয়ারম্যান, মেয়র, মেম্বার, ইমামদের এগুলো প্রচারের জন্য বলা হয়েছে জানিয়ে সচিব বলেন, কেউ কোথাও তা ভায়োলেট করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
মানিকগঞ্জে সৌদি থেকে আসা একজন ঘোরাঘুরি করছিল, তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি তার কারণে কেউ অ্যাফেকটেড হয় তবে তার আইনানুগ ব্যবস্থা ফেইস করতে হবে।