বাংলাদেশ কম্পিউটার সমিতি বৃহত্তর যশোর জেলা শাখার ২০২০-২০২২ সাল মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে পার্থ প্রতীম দেব নাথ (রতি) চেয়ারম্যান ও কে.এম আক্তারুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ১৪ই মার্চ ঢাকার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন (বিআইসিসি) কেন্দ্রে বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর জেলা শাখাসহ অন্যান্য শাখার নির্বাচন ও সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচন বোর্ড যশোর শাখা কমিটির ৭সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন।
যশোর শাখা কমিটিতে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পার্থ প্রতীম দেব নাথ (রতি) সত্বাধীকারী নাথ কম্পিউটার, ভাইস-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াজ হোসেন টিপু সত্বাধীকারী জেস কম্পিউটার, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন কে.এম আক্তারুজ্জামান সত্বাধীকারী অর্পানেট, কোষাধাক্ষ্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশুতোষ পাল সত্বাধীকারী আশু কম্পিউটার, সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রসেনজিৎ দাস।
এছাড়া নতুন এই কমিটিতে বিল্লাল কম্পিউটারের সত্বাধীকারী বিল্লাল হোসেন ও এলিট কম্পিউটারের সত্বাধীকারী সোহেল রানা পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, পার্থ প্রতীম দেব নাথ (রতি) বাংলাদেশ কম্পিউটার সমিতি যশোর জেলা শাখা গঠনের পর থেকে একটানা পরপর ৩বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া গত কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন কে.এম আক্তারুজ্জামান। আগামী ২০২২ সাল পর্যন্ত এই কমিটি যশোর শাখার সকল কার্যক্রম পরিচালনা করবেন।