করোনায় ভারতে আরও একজনের মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির অন্যতম শহর মুম্বাইতে এই মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৬৪ বছর বয়সি ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ভারতে করোনা ভাইরাসে কর্ণাটকে ৭৬ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম কালাবুরাগি। এরপর রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যুর ঘটনা ঘটে। সুইজারল্যান্ড থেকে আসা ছেলের মাধ্যমে করোনায় আক্রান্ত হয়েছিলেন বছর ৬৯ এর ওই নারী।

করোনায় তৃতীয় মৃত্যুর ঘটনায় ভারতজুড়ে আতঙ্ক বেড়েছে। এরই মধ্যে দেশটির রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার করোনাভাইরাস রুখতে নানা পদক্ষেপ হাতে নিয়েছে। ভিসা বাতিল ও সীমান্ত বন্ধসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে মোদি সরকার।

চীনের উহান থেকে বিস্তার শুরু করে গত আড়াই মাসে বিশ্বের দেড় শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)। চীনে করোনার প্রভাব কিছুটা কমলেও বিশ্বের অন্য কয়েকটি দেশে এর প্রকোপ দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৭ হাজার ১৬৪ জন। অপরদিকে ৭৯ হাজার ৮৮১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন।