বেনাপোলে শত মোমবাতি, শত বাজি ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

“শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন” শ্লোগানে মুখরিত করে কেক কেটে, বাজি ফুটিয়ে ও মোমবাতি প্রজ্জলনের মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন হয়েছে বেনাপোল।

মঙ্গলবার রাত ৮ টার সময় বেনাপোল পৌরসভার আয়োজনে বেনাপোল বলফিল্ডে যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র স্বল্প পরিসরে শত মোমবাতির প্রজ্জোলন, শত বাজি ফুটিয়ে ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকি উদযযাপন করেন।

এসময় মেয়র লিটন বলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। তার আদর্শ আমরা ধারন লালন ও বহন করব। বঙ্গবন্ধু ছিলেন উদার মনের মানুষ। তিনি সকল মানুষকে ভালবাসতেন। তিনি যখন পাকিস্থান থেকে ছাড়া পেয়ে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে আসেন। তখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল আপনার যুদ্ধ বিধ্বস্ত দেশে কিছু নেই। কিভাবে চলবে দেশ। বঙ্গবন্ধু সেদিন বলেছিল আমার কোন ধন সম্পদ রত্নর প্রয়োজন নেই। আমার দেশে আছে আমার সাড়ে সাত কোটি বাঙ্গালী। আমি তাদের নিয়ে থাকতে চাই। আমি তাদের ভালবাসি। আমার দেশ ঘুরে দাঁড়াবে।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টার, শার্শা উপজেলা আাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, দপ্তর সম্পাদক আজিবর রহমান, বেনাপোল পৌর আওয়ামী লীগ যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের বেনাপোল পৌর সভার সভাপতি রহমত আলী, সাংস্কৃতিক ফোরামের নেতা এমদাদুল হক বকুল, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংবাদিক ও কবি আলতাফ চৌধুরী, জাকির হোসেন আলম, আবু তাহের বাবলু সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।