ইয়াবাসহ জীবন বিশ্বাস নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের বড় মাছ বাজার এলাকার নিহাল বিশ্বাসের ছেলে।
সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করে।
সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাত ১২ টায় গোপন সূত্রে খবর পায় শহরের বড় মাছ বাজার মেসার্স চাঁচড়া ফিস নামক দোকানের সামনে এক মাদক বিক্রেতা মাদক বেচাকেনা করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২ টায় উক্ত ফিস দোকানের সামনে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জীবন বিশ্বাস দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।