অভয়নগরে ৪ কয়লা আমদানীকারক প্রতিষ্ঠানকে জরিমানা

যশোরের অভয়নগরে কয়লা আমদানীকারক মাহাবুব ব্রাদার্স, উত্তরা ট্রেডার্স, নোয়াপাড়া ট্রেডার্স ও শেখ ব্রাদার্সকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম রফিকুল ইসলাম এ জরিমানা করেন।

আদালত সূত্র জানায়, জেলা প্রশাসকের বেধেদেওয়া সময়ে নওয়াপাড়ায় জনবসতি এলাকা, স্কুল কলেজ, মাদ্রাসা, মহাসড়ক ও রেলওয়ের পাশ থেকে কয়লার ড্যাম্প অপসারন না করায়। ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ৬ এর (ক) ১৫ধারা লংঘনের অপরাধে কয়লা আমদানী কারক মেসার্স মাহাবুব ব্রাদার্স কে ২৫হাজার, উত্তরা ট্রেডার্স ২৫হাজার, নোয়াপাড়া ট্রেডার্স ৩৫হাজার, শেখ ব্রাদার্স ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

এসময় কয়লা আমদানী কারক প্রতিষ্ঠানকে আগামী ২৫মার্চ ২০২০তারিখের মধ্যে জনবসতী এলাকা, স্কুল কলেজ, মাদ্রাসা, মহাসড় ও রেললাইনের পাস থেকে সকল কয়লা সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন। এসময়ের মধ্যে কয়লা অপসারন না করা হলে ২৭মার্চ নিলাম ডেকে কয়লা অপসারন করা হবে।