অভয়নগরে বিদেশ ফেরত ৮জন প্রবাসী কোরেনটাইনে

abhaynagar jessore map
অভয়নগর যশোর

যশোরের অভয়নগরে ৮জন বিদেশ ফেরত প্রবাসীকে কোরেনটাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তালিকা ও নির্দেশনা মোতাবেক বিদেশ ফেরত উপজেলায় বসবাসরত ৮জন প্রবাসীকে নিজ বাড়িতে সাময়িকভাবে পর্যবেক্ষণে (কোরেনটাইনে) রাখা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন স্থানীয় পুলিশ প্রশাসন ও কয়েকজন সাংবাদিকদের সাথে নিয়ে উপজেলার বনগ্রামের আসাদুল করিম (ইতালি ফেরত), মাগুরা গ্রামের আমিনুর (ইতালি ফেরত) ও শহিদুল (ইতালি ফেরত), চেঙ্গুটিয়া গ্রামের আবদুল কাদের (সিঙ্গাপুর ফেরত), পায়রা গ্রামের মুসা (সৌদি ফেরত), ভাঙ্গাগেট এলাকার জিহাদুল (সিঙ্গাপুর ফেরত), বুইকরা গ্রামের রহিমা বেগম (দুবাই ফেরত) ও বালিয়াডাঙ্গা গ্রামের সাত্তার মোল্যার ( মালয়েশিয়া ফেরত) বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দেন।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী জানান, এ পর্যন্ত অভয়নগর উপজেলায় এই ৮জন বিদেশ ফেরত প্রবাসীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরা সবাই স্বাভাবিক অবস্থায় রয়েছে।