যশোরের কেশবপুর পানিতে ডুবে ফরহাদ গাজী (১৬) নামে এক কিশোরের করুন মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে পৌর এলাকার আলতাপোল গ্রামে এঘটনা ঘটে।
সে আলতাপোল গ্রামের আবুল কালাম গাজীর ছেলে।
এলাকাবাসী জানান, ফরহাদ গাজী শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করছিল। এক পর্যায়ে সে ডুব দিয়ে আর না উঠায় পুকুর পাড়ে থাকা তার চাচাতো ভাইসহ আরো কয়েক জন পুকুর থেকে তাকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেয়ার পথে ২৩ মাইল নামক স্থানে পৌঁছালে তার মৃত্যুর হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।