যশোরে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন ভাইস চেয়ারম্যান বিপুল

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

শনিবার বিকাল থেকে তিনি ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাদের সাথে নিয়ে করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে করণীয় সম্পর্কিত একটি লিফলেট বিতরণ করেন। প্রথমে তিনি শহরের বড়বাজারে যান। পরে তিনি চৌরাস্তা, গাড়িখানা রোড ও দড়াটানায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এসময় তার সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকুল হুসাইন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম বিদ্যুৎ, আহসানুল করিম রহমান, যশোর পৌর ছাত্রলীগের যুগ্ম-আহ্বয়ক রেজওয়ান হোসেন মিথুন, সদস্য তসফিকুর রহমান রাসেল, ওবাইদুল ইসলাম রাকিব, এমএম কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত তরুন, ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন, সাব্বির আহম্মেদ অভি, অয়ন সুর, শামীম আহমেদ প্রমুখ।