যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সদস্য নিউজ টোয়েন্টিফোর চ্যানেলের যশোর প্রতিনিধি রিপন হোসেনের পিতা আবুল কাশেম গুরুতর অসুস্থ হয়ে যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনা করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
এক যৌথ বিবৃতিতে জেইউজে সভাপতি সাজেদ রহমান, সহসভাপতি প্রণব দাস, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, কোষাধ্যক্ষ মারুফ কবীর, নির্বাহী সদস্য সফিক সায়ীদ ও জিয়াউল হক তাঁর সুস্থতা কামনা করেন।
পৃথক বিবৃতিতে সুস্থতা কামনা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মনোতোষ বসু, যুগ্ম মহাসচিব সাকিরুল কবীর রিটন, নির্বাহী সদস্য নূর ইমাম বাবুল ও গোপীনাথ দাস।
বিবৃতিতে নেতৃবৃন্দ সাংবাদিক রিপন হোসেনের পিতার সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।