কেশবপুরে চার ব্যবসায়ীকে ভ্রম্যমাণ আদালতে জরিমানা

jessore map

যশোরের কেশরপুরে নিত্যপণ্যে মাত্রাতিরিক্ত মুনাফা করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নের্তৃত্বে ঐ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা পণ্যের মূল্যতালিকা ছাড়াই বেচা-কেনা করছেন, বিভিন্ন নিত্যপণ্যের দাম হঠাৎ বাড়িয়েছেন, ক্রেতাদের ভাউচারও দিচ্ছেন না- এমন খবরের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাজারের কাঁচামালের আড়ত ও কাঁচাবাজারসহ বিভিন্ন মুদি দোকানে যান আদালত। তারা অভিযোগের সত্যতা পান। এই অপরাধে আড়তদার রাজু আহমেদকে পাঁচ হাজার, জিয়াউর রহমানকে পাঁচ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া খুচরা কাঁচামাল ব্যবসায়ী ফিরোজকে এক হাজার ও খলিলুর রহমানকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে ওই সব ব্যবসায়ীকে সতর্কও করে দেওয়া হয়।

আদালতের কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।