পাঁচ দিন ব্যাংকের লেনদেন ১০টা থেকে ১২টা পর্যন্ত

taka

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটির মোট পাঁচ কার্যদিবস সীমিত আকারে ব্যাংকের লেনদেন হবে। আগামী ২৯ মার্চ (রোববার) থেকে ২ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত দুই ঘণ্টা করে ব্যাংকের লেনদেন চলবে। এর আগে ও পরের সরকারি ও সাপ্তাহিক ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, ‘২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটির সময়ে পাঁচদিন ব্যাংক খোলা থাকবে। এ সময় ব্যাংকিং লেনদেন হবে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে দুপুর দেড়টা পর্যন্ত।

উল্লেখ, ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এর মধ্য ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি। এর আগে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরে ২৭ ও ২৮ মার্চের সাপ্তাহিক ছুটি যোগ হবে। এছাড়া ৩ ও ৪ এপ্রিলও সাপ্তাহিক ছুটির সঙ্গে যোগ হবে।

তাই গ্রাহকের লেনদেনের সুবিধার্থে আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি সময় সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। ব্যাংক খোলা থাকলেও পুঁজিবাজার এবং বিমা কোম্পানিগুলো বন্ধ থাকবে।