সাধারণ মাস্ককে সার্জিক্যাল বানানোর দারুণ কৌশল!

প্রাণঘাতী করোনার আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। দিন দিন বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ছোঁয়াচে এই ভাইরাস থেকে বাঁচতে তাই তৎপর বিশ্বের সব মানুষ।
সব সময় সবাইকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাছাড়া প্রতি ২০ মিনিট পর পর হাত ধোয়ার কথাও জানিয়েছেন। তবে সব মাস্ক কী জীবাণু ঠেকাতে পারে? এর উত্তর না। সবচেয়ে বেশি জীবাণু ঠেকাতে সক্ষম সার্জিক্যাল মাস্ক। সবার এ ব্যাপারে জানা থাকলেও বাজারে সার্জিক্যাল মাস্কের স্বল্পতার কারণে সাধারণ মাস্কই সবাই ব্যবহার করছেন।

তবে সাধারণ মাস্ককে সার্জিক্যাল বানানোর রয়েছে দারুণ কৌশল। যা জানা থাকলে আপনিও অনেকটাই জীবাণুমুক্ত থাকতে পারবেন। চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি-

প্রথমে একটি সাধারণ মাস্ক নিন। এবার এটি ব্যবহারের পূর্বে একটি টিস্যু চারভাঁজ করে মাস্কের ভেতরে দিয়ে নিন। এবার মাস্কটি ব্যবহার করুন। এই টিস্যু ব্যবহারের ফলে আপনি সহজেই জীবাণুর আক্রমণ থেকে রক্ষা পাবেন। কারণ টিস্যু এখানে একপ্রকার জীবাণুনাশক ফিল্টার হিসেবে কাজ করবে।

ব্যবহারের পর অবশ্যই টিস্যুটি ঢাকনাযুক্ত কোনো বিনে ফেলবেন। এতে জীবাণু ছড়াতে পারবে না। আর আপনিও সুরক্ষিত থাকবেন।