যশোরে ৮ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন অগ্নি

যশোরে ৮০০০ দুস্থ ও অস্বচ্চল পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি। বৃহস্পতিবার (২৬ মার্চ) মনিরামপুর পৌর এলাকা থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে দুস্থদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেওয়ার জন্য কাজ করছে তার কর্মীরা।

মনিরামপুর পৌর এলাকাসহ উপজেলার ১৭টি ইউনিয়ন এবং যশোর সদর উপজেলার রামনগর ও নরেন্দ্রপুর ইউনিয়নে তিনি নিজ অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করছেন।

প্রতি পরিবারে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু ও ৫০০ গ্রাম তেল দেওয়া হচ্ছে।

মনিরামপুরের ১৭টি ইউনিয়নসহ রামনগর ও নরেন্দ্রপুর ইউনিয়নের কিছু এলাকার দুস্থ, ছিন্নমূল ও আর্থিকভাবে অস্বচ্চল মানুষদের কাছে এসব খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে বলে জানান ইফতেখার সেলিম অগ্নি।

অগ্নি বলেন, প্রতিটি ইউনিয়নের ৩০০-৫০০ পরিবারের মাঝে সামগ্রী বিতরণ করা হবে। মোট ৩৪ টন খাদ্য বিতরন করবো বলে আশা করছি।

তিনি বলেন, এই দুঃসময়ে দল মত নির্বিশেষে দুস্থ ও আর্থিকভাবে অস্বচ্চল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকল দুস্থদের কাছে খাদ্য পৌছে দেওয়া হয়তো আমার একার পক্ষে সম্ভব হবে না। তবে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান, সবাই যেন এই দুঃসময়ে সাধ্য অনুযায়ী অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়।