ঘরবন্দি অস্বচ্ছল মানুষের পাশে ইউপি সদস্য আজিম বিশ্বাস

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিম বিশ্বাস নিজ অঞ্চল তথা রূপদিয়া এলাকার ঘরবন্দি অস্বচ্ছল মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে নির্ভৃতে সহযোগীতা করে চলছে। এমনকি তার নিজ বাড়ির আঙিনায় নির্দিষ্ট দুরত্বে বৃত্ত এঁকে এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ প্রদান করছে নিয়মিত।

এলাকাবাসীরা বলেন, একজন পরির্পূরক সচেতন ব্যক্তি ইউপি সদস্য আজিম বিশ্বাসের দেওয়া মাস্ক ও খাদ্যসামগ্রী আমাদের এই অসময়ে বেশ উপকারে আসছে। আমরা অন্তত বর্তমান সংকট মুহুর্তে এসব সহায়তা নিয়ে কিছুুদিন চলতে পারবো।

এছাড়াও হাতে কলমে প্রত্যেক’কে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবানু প্রতিরোধের উপায় বলে চলেছে আজিম বিশ্বাস।

করোনা ভাইরাস কিভাবে ছড়ায় এবং এর থেকে প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করছে পাড়ামহল্লায়। এছাড়াও মাস্কের সঠিক ব্যবহার নিশ্চিত করন, ব্যবহারের পার্থক্য বুঝিয়ে সকলের মাঝে মাস্ক বিতরণ করে চলেছে ইউপি সদস্য আজিম বিশ্বাস।

তিনি বলেন, সামর্থ অনুযায়ী আমি আপনাদের পাশে থাকার আপ্রান চেষ্টা করবো। কারোর উপকারে আসতে পারাই আমার স্বার্থকতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিছুদিনের মধ্যেই ইউনিয়ন পরিষদে আপনাদের জন্য খাদ্যসামগ্রী পৌছাবে। আমি সুষ্ঠু বন্টনের মাধ্যমে গরিবের আমানত আপনাদের মাঝে পৌছে দিবো ইনশাল্লাহ।