এবার বাঘের শরীরে মিলল করোনাভাইরাস

বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার পর এবার একটি বাঘও করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় আক্রান্ত হওয়া ওই বাঘটির নাম নাদিয়া। তা বয়স চার বছর।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির ব্রংস জু এক বিবৃতিতে জানিয়েছে, করোনা আক্রান্ত নাদিয়ার শুকনো কাশি হয়েছে। আশা করা হচ্ছে বাঘটি সেরে উঠবে।

ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ) জানিয়েছে, চিড়িয়াখানায় নাদিয়া ছাড়াও আরও পাঁচটি বাঘ ও সিংহের মধ্যে শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা দিয়েছিল। তবে চিড়িয়াখানার অন্য প্রাণীদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা যায়নি।

তবে কীভাবে বাঘটি আক্রান্ত হলো, বলা যাচ্ছে না। আক্রান্ত বাঘকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তবে তাদের ধারণা, চিড়াখানার একজন কর্মী করোনাভাইরাসের বাহক ছিলেন। যদিও তার মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। ওই কর্মীই আক্রান্ত বাঘের দেখাশোনা করতেন।