করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেল

করোনাভাইরাস মহামারীতে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার পর আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়।

ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মৃত্যু সংখ্যা ১৬ লাখ ৩৯ হাজারেরও বেশি। মৃতের সংখ্যায় শীর্ষে ইতালি। দেশটিতে প্রায় ১৯ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

আর আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।