যশোরের বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সম্পাদক রাকিব হাসান শাওনের খাদ্য সহায়তা কার্যক্রম আবারো শুরু করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর এবং জহুরপুর ইউনিয়নের মাঝিয়ালী ও যাদবপুর গ্রামে ৫০ টি অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
শাওনের পক্ষে তার পরিবারের লোকজন বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল ও সাবানের খাদ্যের প্যাকেট পৌঁছে দেন। এতে খুশি এলাকার দরিদ্র মানুষ।
জানতে চাইলে রাকিব হাসান শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে ও যশোর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দের নির্দেশে দুঃসময়ে খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছি। ষড়যন্ত্রকারীরা যত চেষ্টাই করুক না কেন এ কার্যক্রম ব্যাহত করতে পারবে না। সবার কাছে দোয়া চেয়ে তিনি (শাওন) বলেন, খুব শীঘ্রই বৃহৎ আকারে খাদ্য বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তার এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল শাওন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) ত্রাণ তহবিলে খাদ্য প্রদান করে তিন হাজার লোকের খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু করে। ৭ এপ্রিল মঙ্গলবার জনহিতৈষী এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে কুচক্রী মহলের ভূল তথ্যে শাওন ও তার বন্ধু হাসিবুল হোসনকে ৪ হাজার কেজি চালসহ আটক করে ডিবি পুলিশ। পরদিন তাকে আদালতে চালান দেয়া হয়। এ ব্যাপারে আদালত তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দিতে ২৪ ঘন্টা সময় দেয়। তদন্তে ওই চাল চোরাই নয় বলে প্রমাণ মেলে। তার বিরুদ্ধে আনা ফৌজদারি দ.বি. ৫৪ ধারার আনিত অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করে তদন্ত কর্মকর্তা। এই প্রতিবেদনে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শাওন ও তার বন্ধুকে মুক্তি দেন।