যশোরে করোনা পরীক্ষার অনুমোদন দিয়েছে সরকার

covid 19 coronavirus

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সন্দেহভাজন করোনা রোগীদের নমুনা পরীক্ষার অনুমোদন দেয়া হয়েছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে এই অনুমোদন দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

বেশ কিছুদিন ধরে যশোরে বাম নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ জেলায় করোনা পরীক্ষাগারে স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। শনিবার দুপুরেও প্রেসক্লাবের সামনে এই দাবিতে প্রতীকী মানববন্ধন করা হয়।

সিভিল সার্জন জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তাদের ল্যাবরেটরি কাজের জন্য প্রস্তুত হলে দ্রুতই পরীক্ষা কার্যক্রম শুরু হবে।