যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) উদ্যোগে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার বিকাল ৫টায় যশোর শহরস্থ ওয়ান নিউজ বিডি’র অফিসে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারি মহাসচিব মহিদুল ইসলাম মন্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ, সহ-সভাপতি তহীদ মনি, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, অর্থ সম্পাদক আল মামুন শাওন ও কার্যনির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় যশোর সদরের ৬১জন সদস্যের মধ্যে ৪৫জনকে এ খাদ্য সহায়তা প্রদান হয়।