করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে বিনামূল্যে বিভিন্ন রকমের সবজি বিতরণ অব্যাহত রেখেছে যশোর জেলা ছাত্রলীগ।
রোববার সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় ফ্রি সবজি বাজার বসিয়েছে।
দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা সবজির মধ্যে মিষ্টি কুমড়া, লাউ, পটল, আলু, শাঁক ছিল।
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন চাকলাদার এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীর নির্দেশে ও সহযোগীতায় এ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
ফ্রি সবজি বাজার কার্যক্রমে উপস্থিত ছিলেন যশোর পৌর ছাত্রলীগের সদস্য আশিকুর রহমান হৃদয়, নূরুল ইসলাম নাহিয়ান, মাসুদ হাসান কৌশিক, শুভ গোস্বামী, অন্তর শিকদার, সাকিবুর রহমান, শান্ত ভট্টাচার্য্য, জয় রায় প্রমুখ।