যশোরে এসএসসি ২০০৭ ব্যাচের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

“বন্ধুর সাথে বন্ধুর পথ, পাড়ি দিব হোক শপথ” এই স্লোগানকে সামনে রেখে যশোরে মাধ্যমিক ২০০৭ এবং উচ্চ মাধ্যমিক ২০০৯ এর ব্যাচের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার যশোর শহরের রেলগেট পশ্চিম পাড়া, চাঁচড়া বাজার মোড়, ঢাকা রোড ইউনিক পাম্প এলাকা, ঘোপ নোয়াপাড়া রোড, জেল রোড, শংকরপুর মুরগির ফার্মগেট, বেজ পাড়া, ষষ্টিতলা পাড়া, রানার অফিস মোড়সহ বিভিন্ন স্থানে হতদরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মীর রাকিবুজ্জামান, ডাঃ মোঃ রাইয়ান হাসার, মাসুদ আহমেদ, তাহরীমা এশা, সায়মা আফরোজ, রেজোয়ান বাশার সোহান, ইমরান হাসান সেতু, বাধন, আবীর, সৈয়দ অনিন্দ হাসান, রায়হান আহমেদ হিমেল, ফেরদৌস পরশ, রুপম, রুবেল, নিপু, রকি, আসিফ হাসান জিতু, মেহেদী জামান জিতু প্রমুখ।

এ বিষয়ে ডাঃ মোঃ রাইয়ান হাসার বলেছেন, Jashore 0709 ফেসবুক গ্রুপ এর পক্ষ থেকে অসহায় মানুষদের জন্য এটা আমাদের উপহার সামগ্রী। এটাই হবে আমাদের পক্ষ থেকে তাদের জন্য বৈশাখের শুভেচ্ছা বার্তা। আমরা দুই ধাপে উপহার সামগ্রী দিচ্ছি। প্রথম দফায় ১৪ ও ১৫ এপ্রিল ৬০টি পরিবারের মাঝে ৭ থেকে ১০ দিনের খাবার দেয়া হচ্ছে। দ্বিতীয় দফায় ইনশাআল্লাহ ২২-২৫ এপ্রিলের মধ্যে পবিত্র রমজান উপলক্ষ্যে এই পরিবার গুলোসহ আরো কিছু পরিবারের মাঝে ৭ থেকে ১০ দিনের খাবার পৌছে দেয়া হবে।